পেকুয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:    কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের আইন শৃংখলা  কমিটির  মাসিক সভা ২৫ এপ্রিল  সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। সভায় বক্তব্য রাখেন,পেকুয়া থানার প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক (এস আই)  শেখ ফরিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা এড, কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এম শহিদুল্লাহ বি এ,উপজেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকী, সাংবাদিক জহিরুল ইসলাম, টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম জাহেদুল ইসলাম, রাজাখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক,মগনামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, সাংবাদিক জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, পেকুয়া মডেল জি এম সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম,শীলখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদু ছমদ প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আবু বক্কর রফিক,উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার,বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মোঃ বেলাল মেম্বার,উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম ওসমান গণি প্রমূখ ।  বীর মুক্তিযোদ্ধা এড, কামাল হোসেন ও সাংবাদিক জালাল উদ্দিনের পেকুয়া বাজারের যানজট,মাদক,জুয়া, চোর-সিন্ডিকেট ও ঈদ উপলক্ষে ঘরমুখি মানুষের নিরাপত্তা বিধান নিয়ে দেয়া বক্তব্যের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভার সভাপতি পূর্বিতা চাকমা পেকুয়া থানার পুলিশকে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে আগামী ইদুল ফিতুর উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট  সকলকে নির্দেশ দিয়ে এবং ভুমিহীন অসহায়দের জন্য নির্মিত মুজিব শতবর্ষ  উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরগুলো পরিদর্শনে যেতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালী ঘরের চাবি হস্তান্তর অনুষ্টানে আসার জন্য সাংবাদিক ও কমিটির সবাইকে আহবান জানিয়ে উপস্থিত সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।