ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়ন পরিষদ চত্বরে বিএসএল পণ্য সেবাদাতাদের পণ্য বিপণন ও ব্র্যান্ডিংয়ের জন্য দিনব্যাপী ব্যবসায়িক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল সোম বার সকালে ফুলবাড়িয়া এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় কুশমাইল উৎপাদক দলের সদস্যবৃন্দের আয়োজনে এ মেলায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন পুলু, এপি,ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার-জেমস বিশ্বাস সহ অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন, কুশমাইল পিএফএর দায়িত্ব প্রাপ্ত প্রোগ্রাম অফিসার -শ্যামলা শান্তি কোড়াইয়া, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা মুর্মু এবং উৎপাদক দলের সদস্য বৃন্দ। অতিথিবৃন্দ নির্দেশনা মূল্যবান বক্তব্য রাখেন এবং স্টল পরিদর্শনের করেন। কেঁচো সার উৎপাদনকারী কৃষক মোছাঃ আমেনা খাতুন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত, এটা ভিন্ন উদ্যোগ এবং আমাদের পিএফএ-তে প্রথমবারের মতো ব্যবসায়িক মেলা হচ্ছে। এই মেলার মাধ্যমে আমরা প্রতিযোগীদের পণ্য/গুণমান, আমাদের পণ্যের চাহিদা, নতুন পণ্যের নতুন ধারণা এবং পণ্যের মানের চাহিদা সম্পর্কে জানতে পেরেছি। এই প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন কুশমাইল পিএফএর দায়িত্ব প্রাপ্তÍ প্রোগ্রাম অফিসার -শ্যামলা শান্তি কোড়াইয়া, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা মুর্মু এবং উৎপাদক দলের সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.