মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): আজ রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দুইজন সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজামারিয়া কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরাইল উপজেলার দেওড়া গ্রামের বাটবাড়িয়া মহল্লার রমিজ উদ্দিন মিয়ার ছেলে শরীফ উদ্দিন (১৭) ও একই গ্রামের পূর্কাবপাড়ার কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) নিহত হযেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের আরেক বন্ধু সাজিদ মিয়ার ছেলে আনাস মিয়া (১৬) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনেই পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে দিয়ে একটি মোটরসাইকেলে করে মাধবপুর থেকে তিন বন্ধু ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.