শ্রীমঙ্গল, মৌলভীবাজার: সোমবার ২৫ এপ্রিল বিকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: শামীম অর রশিদ তালুকদার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হুমায়ূন কবির এর নেতৃত্বে এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এএসআই ইলিয়াছ সোহেল সঙ্গীয় ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের সিন্দুরখান রোডের মহিউদ্দিন সবুজ (৩০) এর বসত ঘর থেকে বেশ কিছু চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় মোবাইল ফোন চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলো১. মোঃ মহিউদ্দিন সবুজ (৩০), পিতা-মৃত মোঃ মতিউর রহমান ,গ্রাম- সিন্দুরখান রোড, ২. মোঃ হাসান (১৯), পিতা-খোরশেদ আলম, গ্রাম- জালালিয়া রোড, ৩. মোঃ ফারুক মিয়া (৩০), বাবুল মিয়া, গ্রাম- টিকরিয়া। বর্তমানে সে সিন্দুরখান রোডের সুমন মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে। ) ৪. মোঃ রবিন(১৯), পিতা-মোঃ দেলোয়ার, গ্রাম সিন্দুরখান রোড, সর্ব থানা ও জেলা মৌলভীবাজারদের আটক করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশিদ তালুকদার বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মোবাইলো চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.