ভোলা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ভোলা জেলায় ৭শ ১ টি গৃহহীন পরিবারকে ২শতাংশ জমি ও সেমি-পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে ভোলা সদর উপজেলায় ৪০টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। আজ সকালে ভোলা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম এর উদ্ধোধন করেন। এসময় ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই- লাহী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সর্দার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, ভোলা সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ ইউনুছ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.