পিরোজপুর প্রতিনিধি: রেড ক্রিসেন্ট ইউনিটে দুর্যোগ পূর্বাভাস-ভিত্তিক অর্থায়ন/অ্যাকশন, সাইক্লোন আর্লি অ্যাকশন প্রোটোকল (ইএপি) প্রভাব-ভিত্তিক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের আজীবন সদস্য নুরুল হুদা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইকবাল মাসুদ, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিজেস্টার প্রিপেয়ারনেস ক্যাপাটরি অফিসার মোঃ শরীফ খান, সিপিপি কর্মকর্তা আরাফাত হোসেন, (ডিআরএম) প্রজেক্ট অফিসার সালাউদ্দিন। পিরোজপুর ইউনিটের যুব প্রধন শুভদিপ শিকদার। সঞ্চালনায় ছিলেন জুলকার নাঈম তীব্র। কর্মশালায় রেড ক্রিসেন্ট সদস্যদের দুর্যোগ পূর্ববর্তী ও দুর্যোগ পরবর্তী সময়ে করনিয় বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.