ফারহান সিদ্দিক,সীতাকুণ্ড : জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালন ও আয়োজন করেন সীতাকুণ্ড উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতাল। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু,সমাজ সেবা কর্মকর্তা লুতৎফুর নেছা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম ভূঁইয়া, মহিলা বিষায়ক কর্মকর্তা কামরুনাহার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারিগন। এবারের প্রতিপাদ্য বিষয় ''সঠিক পুষ্টিতে সুস্থ জীবন ''সমাজ সবশ্রেনী পেশার মানুষের উদ্দেশ্যে সচেতনতা মূলক আলোচনা করেন এবং কিভাবে পুষ্টিহীনতা হয় এবং পুষ্টিহীনতা থেকে বাঁচার উপায় কি খাবার খেলে কিভাবে চললে এই পুষ্টিহীনতা থেকে বেরিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এই সময় উপজেলার চত্বরে সচেতনতা সৃষ্টির লক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.