বসুতী মা ও শিশু হাসপাতাল এর পরিচালক (এডমিন এন্ড মিডিয়া) হলেন মাসুম বিল্লাল ফারদিন

ডেস্ক রিপোর্ট: বসুতী মা ও শিশু হাসপাতাল লিমিটেড এর সাথে সমঝোতা স্বাক্ষর সম্পন্ন করলেন মাসুম বিল্লাল ফারদিন।আগামী ৩ বছরের জন্য পরিচালক (এডমিন এন্ড মিডিয়া)হিসেবে এই দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) রামপুরার বনশ্রীতে অবস্থিত বসুতী মা ও শিশু হাসপাতাল লিমিটেড এর সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আগাশাহী খান,বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেটার মোঃ আশরাফুল, বসুতী মা ও শিশু হাসপাতাল লিমিটেড এর মোঃ আগাশাহী খান, ব্যবস্থাপনা পরিচালক এবং মোঃ আকতার হোসেন,উপ ব্যবস্থাপনা পরিচালক সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ ব্যাক্তিবর্গ বিল্লাল ফারদিন কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।