প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২২, ৭:০০ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জেলা ছাত্র দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (-৩০ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর জেলা বিএনপির স্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি.বদিউজ্জামাল শেখ রুবেল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার রাহাত নূর পরাগ ও জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ মশিউর মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত জেলা বিএনপির আহবায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় শিক্ষক নেতা, জননেতা আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক, নবনির্বাচিত জেলা বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি আহবায়ক শেখ শহিদুল্লাহ ( শহীদ), পৌর বিএনপি সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি শেখ হাছানুল কবির লীন, মহিলাদল নেত্রী জাকিয়া আসলাম, সাবেক জেলা বিএনপি প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান টুংকা, পৌর বিএনপি সদস্য মোঃ তৌহিদুল ইসলাম,
বিশেষ বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সহ- সভাপতি আমিরুল ইসলাম রুবেল, সহ- সভাপতি আলাউদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ,
এছাড়াও বক্তব্য রাখেন, কলেজ ছাত্র দলের আহবায়ক শুভ হাওলাদার, যুগ্ম আহবায়ক ফারদিন শেখ, সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রাসেল শেখ, পৌরছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাক আহমেদ, যুগ্ম আহবায়ক নাফিজ আহমেদ সিয়াম, যুগ্ম আহবায়ক মোঃ জামাল হাওলাদার, কলেজ ছাত্র দলের সদস্য মোঃ মুন্না হাওলাদার, পৌর ছাত্র দলের ৮ং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নিলয় আহমেদ সহ জেলা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.