রেজাউল করিম, পেকুয়া: কক্সবাজারের পেকুয়া উপজেলার ৫টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যদের শপথপাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২ জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা তাদের এক যুগে শপথপাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক,উম্মে কুলসুম মিনু,মগনামা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইউনুস চৌধুরী, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম,রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোছাইন। জানাগেছে,গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে পেকুয়া উপজেলার ৬ টি ইউনিয়নে এক যুগে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে বারবাকিয়া ইউনিয়নে ৬নং কেন্দ্রে স্থগিত করে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ছালামত উল্লাহ। ৩০ ডিসেম্বর স্থগিত থাকা ৬নং কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। গত ২৯ ডিডেম্বর ৫টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের শপথপাঠ অনুষ্ঠান সম্পন্ন করে কক্সবাজার জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, উপজেলার নির্বাচন সম্পন্ন হওয়া ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে আজ ৫টি ইউনিয়নের নির্বাচিত মেম্বারদের শপথপাঠ করানো হচ্ছে। বারবাকিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের এখনো গেজেট আসেনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.