প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২২, ৩:২৫ অপরাহ্ণ
সুবর্ণচরে ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপিঠ দুলাল মিয়ার হাট ইসলামিয়া আজিজিয়া দাখিল মাদরাসা এর সদ্য বিদায়ী হযরত মাওলানা মোহাম্মদ ছায়েদুল হক(সুপারিন্টেন্ডেন্ট), মাওলানা মোহাম্মদ মোছলেহ উদ্দিন (সহকারী মৌলভী), মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন ( সহকারী মৌলভী) এর বিদায়ী সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৪ মে (বুধবার) সকাল ৯ টায় বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে দুলাল মিয়ার হাট ইসলামিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম।
দুলাল মিয়ার হাট ইসলামিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও
২ নং চরবাটা চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধান আলোচক ছিলেন, হযরত মাওলানা ডা. মুহাম্মদ আমীনুল্লা, বিশেষ অতিথি সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোনায়েম খান, চরজুবলী রাব্বায়ানি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান, চরবাটা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, দুলাল মিয়ার হাট মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ ফজলুল করিম।
এসময় আরো বক্তব্য রাখেন, দুলাল মিয়ার হাট মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। উল্লেখ্য দুলাল মিয়ার হাট মাদ্রাসার শিক্ষক মাওলানা ছায়েদুল হক ০১ সেপ্টেম্বর ১৯৮৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ৩৭ বছর ৬ মাস, মাওলানা নেছার উদ্দিন ১ জানুয়ারী ১৯৮২ থেকে ২৮ জানুয়ারী ২০২২ পর্যন্ত ৪০ বছর ২ মাস এবং শিক্ষক মাওলানা মোসলেহ উদ্দিন ০১ জানুয়ারী ১৯৮২ থেকে ২৮ জানুয়ারী ২০২১ পর্যন্ত ৪০ বছর সততার সহিত দায়িত্ব পালন করেন।
পরে অতিথি ও শিক্ষক, শিক্ষার্থীরা বিদায় শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.