দেওয়ান বাজার ওয়ার্ড়ে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের (কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার থানা) অধীনে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড়ের ফরম পুরন ও সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (১০ মে) বিকালে নগরীর বলুয়ার দীঘির পাড়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন টিমের আহবায়ক ও মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ।

এসময় এম এ আজিজ বলেন,  বিএনপিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি ইউনিটে সদস্য সংগ্রহ কর্মসূচী ঈদের পর থেকে পূনরায় শুরু হয়েছে। অন্যান্য ওয়ার্ডের মত দেওয়ান বাজার ওয়ার্ড়েও বিএনপির সমর্থক ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সদস্য সংগ্রহ অভিযানে অংশ গ্রহণ করেছে। ধারাবাহিকভাবে চট্টগ্রাম মহানগরীর বাকী ওয়ার্ড়েও সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হবে ইউনিট, ওয়ার্ড় ও থানা কমিটি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য হাজী মো. আলী, টিমের সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, ওয়ার্ড় বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, বিএনপি নেতা আবুল কালাম, হাফিজুল ইসলাম মিলন, এড. ইমতিয়াজ উদ্দীন তারেক, জামাল উদ্দিন, সিরাজুল হক, হাসান আলী, মুনসুর আহমেদ, লিয়াকত আলী, দীপক চৌধুরী কালু, মহিউদ্দিন হারুন, ফতেহ আলী, আলাউদ্দিন, সাইফুল ইসলাম লিটন, মো. টিপু, আবু কালাম কালু, হাফেজ নুরুল আজিম‌, আবু বক্কর, মো.তারেক, মোরশেদ আলম, মো. আরিফ প্রমূখ।