পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে আজ-১২ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে এন এস আই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্দ্যোগে শ্রীরামকাঠী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য, অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় ও বিভিন্ন দোকানে পন্যের মুল্য তালিকা না থাকায় -৪ মুদি দোকানিকে ৩৪ হাজার টাকা জরিমানা ও -১০ হাজার একশত -৪ লিটার তেল জব্দ করা হয়েছে। দোকানিরা হল, অমল শীল, সুশিল কুমার মন্ডল, মো. মতিয়ার রহমান,বিজয় কৃষ্ণ মন্ডল। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেনীর অসাদু ব্যবসায়ী তেল মজুদ ও বেশী দামে বিক্রয় করছে এই সংবাদে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং -৪ দোকানিকে জরিমানা ও তেল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.