সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুষ্টিত

মো. তাসলিম উদ্দিন সরাইল, (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট(অনুর্ধ-১৭)২০২২ অনুষ্টিত। সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (অনুর্ধ-১৭) ২০২২  খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া -৩১২ নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. আসলাম হোসেন,এ সময় উপস্থিত ছিলেন, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,সরাইল সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, আওয়মীলীগ নেতা মো. মাহফুজ আলী ও যুবলীগ নেতা কাইয়ুম ।
খেলা সার্বিক সহযোগিতায়, উপজেলা  ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম ফরিদ।রেফারি  দায়িত্ব পালন করেন, মাসুম উল্লাহ খন্দকার, শফিকুল ইসলাম ও আ.আল মতিন।উদ্বোধনী খেলায় শাহজাদা পুর একাদশ ৪-৩গোলে সরাইল সদর ইউনিয়নকে পরাজিত করে। অপর শাহবাজপুর একাদশ ৫-৪ গোলে পাকশিমুল ইউনিয়নকে পরাজিত করে।