মিনহাজ হোসেন,ইতালি প্রতিনিধি: করোনার বিধিনিষেধের কারণে রোমের প্রবাসী নারীরা গেলো দুই বছর ঐক্যবদ্ধ হয়ে কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। বর্ষবরণ উৎসব কিংবা জাতীয় দিবসগুলোতে তারা ছিলেন অনেকটাই ঘরবন্দি। বিধি নিষেধ শিথিলের পর এবার ঈদ পুনর্মিলনীতে ইতালির বিভিন্ন শ্রেণী ও পেশার নারীরা উৎসব আনন্দে মেতে ছিলেন। রোমের নারীনেত্রীদের আয়োজনে ঈদ পুনর্মিলনীতে উপস্থিত হতে পেরে খুবই খুশি, এভাবে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চান তারা।
রোমের স্হানীয় রসই রেস্টুরেন্টের হলরুমে শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী নেত্রী মেহেনাস তাব্বাসুম শেলি। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, বিশেষ অতিথি ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এই পুনর্মিলনী উৎসবে সঞ্চারি সংগীতায়নের শিশু-কিশোররা নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়াও রোমের স্হানীয় কন্ঠ শিল্পী রত্না বসাক ও মাসুদ রানা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে নারী নেত্রী জোবাইদা গুলশান আরা, সুলতানা নিগার মিতা, শিল্পী চৌধুরী, সানজিদা বাসের, খুকুমনি, অতশী শাহা , তাহমিনা সুলতানা, আফরোজা আক্তার ডেইজি, কাকন, জোবেদা আক্তার, মুন্নী রওশন আরা, মলিন, আকলিমা আক্তার, লিজা আক্তার, নাবিহা আলী, নুজুবা আলী, দীপা, রিয়াল, শিউলি আক্তার, দিনা ইসলাম, শিল্পী, শারমীন, রুবি, নিপা, মিতা, জুহুরা ইশিতা সহআরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন আরশী ফ্যাশন এর কর্ণধার সান্ত সুখি মুন্নী। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইতালির রাজনৈতিক এবং সামাজিক নেতারা নারী নির্যাতন বন্ধে প্রবাসী নারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.