প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে প্রবীন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ খানসহ তার পরিবারের সদস্যরা। পৌরসভার ৬নং ওয়ার্ডের স্থানীয় বিএনপির দপ্তর সম্পাদক তৈয়ব উদ্দিন খান ওরফে তৈয়বে নেতৃত্বে একদল সন্ত্রাসী শনিবার সন্ধ্যায় এই সন্ত্রাসী হামলা চালায়। এতে বীরমুক্তিযোদ্ধা জাফর উল্লাহ খান, তার স্ত্রী কুদ্দুছ বেগম, ছেলে মায়মুন বিল্লাহসহ অন্তত: ৬জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মায়মুন বিল্লাহকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা জাফর উল্লাহ খানের পুত্র সায়মন বিল্লাহ জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের পাঠানবাড়ির সামনে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে বিএনপির তৈয়ব উদ্দিন খানের নেতৃত্বে একদল দুর্বত্ত প্রবীন আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা জাফর উল্লাহখানের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় সন্ত্রাসীদের বাধা দিতে এতে তাদের হামলায় তার মা কুদ্দুছ বেগমসহ পরিবারের সদস্যরা আহত হয়। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.