প্রেস বিজ্ঞপ্তিঃ রাউজান প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলন সংগঠনের আহবায়ক এম. দিদারুল আলমের সভাপতিত্বে গতকাল (১৫ই মে ২০২২ইং) রবিবার উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব মো.আনিসুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, ইংরেজী দৈনিক নিউ নেশানের সাংবাদিক সরোয়ার উদ্দিন আহমেদ, এ.এম মামুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিঞাজী, রাউজান প্রেস ক্লাবের আহবায়ক দিদারুল আলম, মোজাফফর হোসাইন সিকদার, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, কেএম বাহাউদ্দীন, রবিউল হোসেন রবি, একে বাবর, আবদুল্লাহ আল রোমান, ইরফাত হোসেন চৌধুরী, রবিউল হোসেন রাকিব, মো.রবিন।
সম্মেলন প্রবীন সাংবাদিক ডেইলী নিউ নেশানের সরোয়ার উদ্দিন আহমেদকে সভাপতি, দৈনিক ইত্তেফাক/ বাংলাদেশটুডে ও সিপ্লাসের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে পুনরায় সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী (দৈনিক লাল সবুজের দেশ), এ.এম মামুনুর রশিদ (দৈনিক বার্তা/ দৈনিক সন্ধ্যাবানী),যুগ্ন সাধারণ সম্পাদক এম.দিদারুল আলম (দৈনিক মানবকণ্ঠ), সহ- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার (হালদা টিভি/ রাউজান নিউজ), সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রবি (দৈনিক নতুনদিন/ দেশিটুয়েন্টিফোর), অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দিন (দৈনিক প্রভাত/ বিজনেজ নিউজ), তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার (সারাক্ষন বাংলাদেশ), আইন বিষয়ক সম্পাদক একে বাবর (দৈনিক আজকের দর্পন, বাংলাদেশ পোষ্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আনিসুর রহমান (দৈনিক সংবাদ/ হালদা টিভি), দপ্তর সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী (দৈনিক দেশবার্তা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল রোমান (দৈনিক বায়ান্ন), আন্তর্জাতিক সম্পাদক সরোয়ার রানা (নিউজ বাংলা টুয়েন্টিফোর), ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন রাকিব (দৈনিক খবরপত্র/ মঞ্চ নিউজ), নির্বাহী সদস্য সাবেক সভাপতি জাহেদুল আলম (দৈনিক পূর্বকোণ/ কালের কণ্ঠ), সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী (দৈনিক পূর্বদেশ/ যুগান্তর), সদস্য মো.রবিন (টাইমস)।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.