
মো.তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭)অনুষ্টিত হয়েছে। আগামীকাল ফাইনাল খেলা হবে। সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ খেলা সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে। রোববার(১৫ মে) বিকেলে সেমিফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন। প্রথম সেমিফাইনাল শাহজাদাপুর বনাম নোয়াগাঁও ইউপি একাদশ। দ্বিতীয় সেমিফাইনাল চুন্টা বনাম শাহবাজপুর ইউপি একাদশ। খেলা সার্বিক সহযোগিতায়, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম ফরিদ।রেফারি দায়িত্ব পালন করেন, মাসুম উল্লাহ খন্দকার, শফিকুল ইসলাম ও আ.আল মতিন। সেমিফাইনাল খেলায় নোয়াগাঁও একাদশ ২-০গোলে শাহজাদা পুর ইউনিয়নকে পরাজিত করে। অপর শাহবাজপুর একাদশ১-০ চুন্টা ইউনিয়নকে পরাজিত করে। আগামীকাল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন, নোয়াগাঁও একাদশ ও শাহবাজপুর ইউপি একাদশ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া,উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম,শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগম, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো.মাহফুজ আলী ও ধারাভাষ্যকার হিসেবে
মজিদ বক্সও সালাউদ্দিন আহমেদ। হাজারো দর্শকের উৎসবে উপস্থিতি সেমিফাইনাল খেলা শেষ হয়েছে। উল্লেখ থাকে যে,সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭) আগামীকাল সোমবার ফাইনাল খেলাটি অনুষ্ঠানের কথা রয়েছে।
পড়েছেনঃ ১১৮