প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২২, ২:০২ অপরাহ্ণ
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সাধারণ জনগণের আস্থায় পরিণত হয়েছে আইস অব সিএমপি” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ।

প্রেস বিজ্ঞপ্তি : জনৈক জান্নাতুল ফেরদৌস (৩৬), স্বামী মোঃ সাইফুল হক চৌধুরী, সাং-০৬ কে বি মকবুল হোসেন লেইন, চন্দনপুরা, চকবাজার, চট্টগ্রাম। তিনি তাঁর স্বামী সন্তানসহ গত ১৩/০৫/২০২২ তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকার সময় চন্দনপুরা গুলজার স্কুলের সামনে থেকে সিএনজি যোগে সিনেমা প্যালেস এস আলম বাস কাউন্টারের উদ্দেশ্যে রওয়ানা করেন। তিনি ১০.০৫ ঘটিকার সময় এস আলম বাস কাউন্টারের সামনে আসেন। তিনি সিএনজি ভাড়া দিয়ে তার স্বামী সন্তানসহ এস আলম বাস কাউন্টারের ভিতরে টিকেট নেওয়ার জন্য প্রবেশ করেন। কাউন্টারে প্রবেশ করার পর মনে পড়ে তার সাথে থাকা কাপড়ের ব্যাগ সিএনজিতে ফেলে এসেছেন। কিন্তু ততক্ষণে সিএনজি স্থান ত্যাগ করে। কাপড়ের ব্যাগের ভিতরে ২৫,০০০ টাকা মূল্যের দামী কাপড় চোপড়, নগদ ২০,০০০ টাকা ও ০১ টি স্বর্ণের ব্রেসলেট সহ কিছু কসমেটিকস ছিল। তিনি দিশেহারা হয়ে ছুটে আসেন কোতোয়ালী থানায়।
অভিযোগ প্রাপ্তির পর কোতোয়ালী থানার এসআই/মোঃ মোমিনুল হাসান, এএসআই/অনুপ কুমার বিশ্বাস ঘটনাস্থল ও আশপাশ এলাকার আইজ অব সিএমপি এর অধীনে থাকা একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি সনাক্ত করেন। পরবর্তীতে "আমার গাড়ি নিরাপদ" ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ পূর্বক জনৈক জান্নাতুল ফেরদৌস এর সিএনজিতে ফেলে যাওয়া ব্যাগটি উল্লেখিত নগদ টাকা, ০১টি স্বর্ণের ব্রেসলেট ও জিনিসপত্র সহ উদ্ধার করেন।
পরবর্তীতে অদ্য ১৬/০৫/২২ইং তারিখে হারানো ব্যাগটি উদ্ধার করে জনৈক জান্নাতুল ফেরদৌস এর নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.