সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসা থেকে ৪ বছরের শিশুকে ভাত খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৪৫) নামে এক রিক্সা চালককে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। সোমবার (১৬ই মে) বিকেলে অভিযুক্ত হুমায়ুন কবিরকে জনগণ আটক করে পুলিশকে খবর দিলে শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার থানা হেফাজতে নিয়ে যায়।
ভুক্তভোগী শিশু জান্নাতি (৪) শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীরের মেয়ে। তারা শাহজাদপুর পৌর সদরের রামবাড়ী খঞ্জনদিয়ার মহল্লার মন্টুর বাড়িতে ভাড়া থাকে। এদিকে অভিযুক্ত হুমায়ুন কবির (৪৫) পাশেই ভাড়া বাড়িতে থাকে বলে জানা গেছে। সে পাবনা জেলার চাটমোহর উপজেলার সন্দভার মোঃ গাজিউর রহমানের ছেলে। ভুক্তভোগী মা ফজিলা খাতুন এবং এলাকাবাসী জানান, জান্নাতি গত রোববার (১৫ মে) বাড়িতে খেলছিল। হুমায়ুন কবির জান্নাতিকে ডেকে নিয়ে তার বাসায় নিয়ে প্রথমে ভাত খাওয়ায়। পরে গলা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধ্যায় জান্নাতি বাড়ি ফিরে এসে বিষয়টি জানালে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রথমে চিকিৎসা দেওয়া হয়। পরে প্রচুর রক্তক্ষরণ হয়ে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে সোমবার (১৬ই মে ) বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার জানান, অভিযুক্ত মোঃ হুমায়ুন কবিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.