প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২২, ৬:৫১ অপরাহ্ণ
বানিয়াচং দক্ষিন-পশ্চিম ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল।

বানিয়াচংপ্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।১৭ মে মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল।এই দিন বেশ উল্লেখযোগ্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেখাছ মিয়া,স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন,মোয়জ্জম হোসেন,মোহাম্মদ ইত্তেহাদ মুবিন,মোহাম্মদ মোকাম্মিল হোসাইন সহ মোট ৫জন।
সংরক্ষিত সদস্য পদে মোট ১৪ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়ন বাছাই ১৯ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্ধ ২৭ মে। নির্বাচন অনুষ্টিত হবে আগামী ১৫ জুন।
বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নের নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া বলেন, নির্বাচন অবাধ,সুষ্ট ও নিরপেক্ষভাবে অনুষ্টিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.