নিজস্ব প্রতিনিধি: ২০১৭ সাল থেকে রাঙামটির গরীব অসহায় পরিবারের অবহেলিত শিশুদের জন্য স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কতৃক পরিচালিত প্রতিষ্ঠান " স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ" এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান সাংগঠনিক সম্পাদক মাহমুদ আব্বাস এর সঞ্চলনায় এবং হফেজ মোঃ সাজ্জাদ হোসাইন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখার উপদেষ্টা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখার সাবেক সভাপতি ও বর্তমান মনিটর আজাদ সিদ্দিক । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধিগন , বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদরে অভিভাবকবৃন্দ এবং স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সদস্যগন । সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটির জেলার সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেরন প্রোগ্রাম আহবায়ক নাজমা আহমেদ ও সদস্য সচিব সাজ্জাদ হোসাইন।
এসময় স্বপ্নযাত্রী বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে নতুন বই,স্কুলব্যাগ, ব্যাচ বিতরণ করা হয় ।এছাড়াও স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-এর বর্ষসেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয় এবং স্বপ্নযযত্রীর পক্ষ থেকে অতিথিদের দেওয়া হয় টোকেন অফ লাভ। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন বলেন, রাঙামটির গরীব অসহায় পরিবারের অবহেলিত শিশুদের বিনামূল্যে পাঠদান করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপে্নরর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাওয়ায়য স্বপ্নযাত্রী ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যেকোন সহযোগীতায় পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্বপ্নযাত্রী উপদেষ্টা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন বলেন, বিগত ৪ বছর যাবৎ স্বপ্নযাত্রী ফাউন্ডেশন শতস্ফূর্তভাবে এই বিদ্যাপীঠ পরিচালনা করছে। এতে রাঙামটির গরীব অসহায় পরিবারের অবহেলিত শিশুরা শিক্ষার আলো পাচ্ছে।উক্ত কাজে পূর্বের ধারাবাহিকতায় সর্বদা সার্বিক সহযোগীতা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখার সাবেক সভাপতি ও বর্তমান মনিটর আজাদ সিদ্দিক বলেন শতভাগ শিক্ষার হার নিশ্চিত কারার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা বাস্তবায়নের গর্বিত অংশিদার হিসেবে কাজ করে যাচ্ছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। ইতিমধ্যেই সামিাজিক কাজে বিশেষ অবদান রাখায় সিআরআই ও ইয়াং বাংলা কতৃক জয় বাংরা ইয়থ এওয়ার্ড-২০১৮ অর্জন করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।তিনি আরো বলেন স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ ছাড়াও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দেশ ও দশের সেবা করছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, সমাজের বৃত্তবানদের সহযোগীতা পেলে এই স্বপ্নযাত্রী বিদ্যাপীঠের কার্যক্রমকে আরো ভালোভাবে পরিচালনা করা সম্ভব।
সভাপতির বক্তব্যে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটির জেলার সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ এই সংগঠনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞত জ্ঞাপন করেন এবং " স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ" এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বই বিতরণ উৎসবে উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রদান করেন।সর্বশেষ ৪র্থ বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.