সুনামগঞ্জ ,প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরের গাগলাখালী ফসল রক্ষা ভাঙা বাঁধের অংশ পার হতে গিয়ে নৌকা ডুবে কৃষকের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে নিখোঁজ সোহেল মিয়া (৩২) নামের কৃষকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল। একদিন আগের নিখোঁজ মরদেহটি মঙ্গলবার সকাল ১১ টায় ঐ ধারাম হাওরে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটেছিলো। নিখোঁজ কৃষক সোহেল মিয়া উপজেলার জয়শ্রী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিখোঁজ সোহেল মিয়ার বাড়ির সামনে বরইয়া নদী পারাপারের জন্য ডিঙি নৌকাটি বাঁধা ছিল। নদীতে পানি বৃদ্ধি পেয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় ওই ভাঙা অংশ দিয়ে ডিঙি নৌকাটি তার বাড়ির পেছনে নিয়ে যাচ্ছিলো। ডিঙি নৌকাটি নদী থেকে ওই ভাঙা অংশ দিয়ে হাওরে প্রবেশ করার সময় প্রবল স্রুতের কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজ হন তিনি। নৌকা ডুবে নিখোঁজ হওয়ার বিষয়টি তার বাড়ির লোকজন জানতে পেরে তারা ঘটনাস্থলে গিয়ে আরো কয়েকটি নৌকা নিয়ে তাকে খোঁজতে থাকেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও ডুবে যাওয়া নৌকা ও নিখোঁজ সোহেলকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ অনেক খুঁজাখুঁজির পর তাকে ডুবুরি দল উদ্ধার করেছে।
উপজেলার জয়শ্রী উইনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, গাগলাখালি বাধের পাশ থেকে আজ সকালে ডুবুরী দল ওই কৃষকের লাশ উদ্ধার করে, পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.