নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ের চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, চাটখিল উপজেলার রামদেবপুরের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো.জয়নাল (৫০) ও সুবর্ণচর উপজেলার চরআলাউদ্দিন গ্রামের এনামুল হকের ছেলে তাজুল হক (৩৬)।
মঙ্গলবার (১৭ মে) বিকলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে সুবর্ণচর ও চাটখিল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি আরো জানান,গতকাল রাত সাড়ে ১০টার দাতে চাটখিল থানাধীন ৩নং পরকোট ইউনিয়নের রামদেবপুর এলাকা থেকে মো.জয়নালকে এবং রাত সাড়ে ১১টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চরলক্ষী এলাকা থেকে তাজুল হককে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.