প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২২, ২:০৬ অপরাহ্ণ
সরাইল কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুষ্ঠিত

তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলের “ কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টার পর্যন্ত সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে চলে একটানা ভোটগ্রহণ।
স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বুধবার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. আইয়ুব খান-৩৩৩ ভোট পেয়ে প্রথম হন। অহিদুজ্জামান লস্কর ৩২৩ ভোট পেয়ে দ্বিতীয় হন।
মোশারফ হোসেন- ৩০৯ ভোট পেয়ে তৃতীয় ও কামরুজ্জামান সজল-২৯০ ভোট পেয়ে চতুর্থ হন। উল্লেখ্য, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ১২৩১।নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান। উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিকও সরাইল থানা পুলিশের একটি দল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.