মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলূম মোহাম্মদিয়া কওমী মাদ্রাসা ছাত্রছাত্রীদের নতুন ছবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে মঙ্গলবার সকাল ১০ টায় মাদ্রাসা শ্রেণী কক্ষে ছবক অনু্ষ্ঠানের আয়োজন করে মাদ্রাসার পরিচালনা কমিটি। দারুল উলূম মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বয়ান পেশ ও মোনাজাত করেন হাজীরহাট দারুল উলূম মাদ্রাসা মাওঃইব্রাহীম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চরবসু দারুল উলূম মাদ্রাসা'র সিনিয়র শিক্ষক মাওঃমাকছুদুর রহমান সাহেব, শান্তীর হাট কওমী মাদ্রাসা মুহতামীম মাওঃমোজাম্মেল হক, দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক লোকমান হোসেন, ভয়েস অব ইনসাফ প্রকাশক ও সম্পাদক বিশিষ্ঠ শিক্ষানুরাগী প্রবাসী আব্দুল হালিম। কোরআন তেলোয়াত পেশ করে মোঃইস্রাফিল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.