সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের ত্রয়োদশ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেন, জেলা উদীচীর সভাপতি রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট নারীনেত্রী শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, কেন্দ্রীয় উদীচীর সদস্য শফিকুল আহসান রিফাত।
সম্মেলনে বক্তারা বলেন, এবারের উদীচীর সম্মেলনে স্গোন নির্ধারণ করা হয়েছে শ্রেনীভেদ ভেঙ্গে শোষিতের রোষে সম্প্রীতির মালা গাঁতি ভেদাভেদ নাশে। উদীচী বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম সহ দেশের প্রতিটি গণ আন্দোলনে সামনের সারি থেকে অংশ গ্রহণ করেছে। স্বাধীনতার ৫০ বছরেও দেশে যে রকম মৌলবাদীদের আগ্রাসন তার বিরুদ্ধে কাজ করছে উদীচী। সামনে গণমানুষের মাঝে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে উদীচী কাজ করবে বলে, এই আশা ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.