নিষেধাজ্ঞা অমান্য করায়  সীতাকুণ্ডে ৫০০ মিটার জাল পুড়ালো মোবাইল কোর্ট

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : সরকার নির্দেশিত আইন অমান্য করে মা ইলিশ প্রজননের মৌসুমে  মৎস্য আহরনের অভিযোগে প্রশাসনিক অভিযান পরিচালনা করে প্রায় ৫০০ মিটার  মৎস্য আহরনকারী বেহুন্দী জাল পুড়ে ছাই করে দেয় মোবাইল কোর্ট।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরির  নেতৃত্বে  বাংলাদেশ কোস্ট গার্ড (কুমিরা) ও কুমিরা নৌ-পুলিশের যৌথ নেতৃত্বে আজ শুক্রবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে  জব্দকৃত প্রায় ৫০০ মিটার বেহুন্দী  জাল পুড়িয়ে দেওয়া হয় এবং ২ কেজি ইলিশ মাছ জব্দ করে।
সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই  মৎস্য আহরনের ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনব্যাপী সামুদ্রিক মাছ আহরণ, বাজারজাতকরণ, পরিবহন ও ক্রয়-বিক্রিয় নিষিদ্ধ ঘোষণা করেছে। এ সময় সমুদ্রে মৎস্য আহরন, পরিবহন, ক্রয়-বিক্রয় এবং সমুদ্রে জাল-বোট নিয়ে অবস্থান সম্পুর্নভাবে বেআইনী ও দন্ডনীয় অপরাধ।’সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরনে  মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে মাছ শিকার করার সময় জব্দ করা হয় জাল ও মাছ।
অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড(কুমিরা) কন্টিনজেন্ট কমান্ডার জনাব মোঃ আসাদুজ্জামান এবং কুমিরার নৌ-পুলিশের এস.আই জনাব মোঃ আবদুল হালিম,, উক্ত দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ এলাকার সাধারন মানুষ।