প্রেস বিজ্ঞপ্তিঃ "আমরা বিশ্বাস করি, নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য " এই শ্লোগান কে সামনে রেখে বীজন নাট্য গোষ্ঠী গত ২০ মে শুক্রবার বিকেল ৫টায় এক সাধারণ সভা খুলশীস্থ অস্থায়ী কার্যালয়ে দলপ্রধান মোশারফ ভূঁইয়া পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক মহিউদ্দিন চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীজন নাট্য গোষ্ঠীর এর সাধারণ সম্পাদক আহমেদ কামাল আফতাব, মান্নান হিমেল, বিনা চৌধুরী, সেলিম মিয়াজি,প্রান্ত শর্মা, পারভেজ চৌধুরী, সৌরভ পাল প্রমুখ। সভায় আগামী জুন মাসে কবি ও লেখক গোলাম মওলা জসিমকে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় আনুষ্ঠানিক ভাবে বীজন নাট্য সন্মাননা ২০২২ প্রদান করা হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.