পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ পত্নীতলায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে। রবিবার (২২ মে) থেকে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২ যা আগামী ২৩ মে পর্যন্ত উদযাপন করা হবে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উল্লেখ্য, ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে, সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোই ভূমি সেবা সপ্তাহর লক্ষ্য। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজ লভ্য করতে ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য স্থাপিত হয়েছে ভূমি সেবা প্ল্যাটফর্ম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.