সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাকে প্রিন্টার উপহার দিলেন সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন ডায়না, দোয়ারাবাজার থানার অফিস কার্যালয়ে জনসেবার কাজে লাগাতে এ উদ্যোগ নিয়েছে ঐ নারী নেত্রী। প্রিন্টার উপহার প্রদানকালে সাথে ছিলেন মোঃ আজিজুর রহমান অপু, এসময় উপহারটি গ্রহন করেন দোয়ারাবাজার থানার ইন্সপেক্টর অফিসার মোঃ মিজানুর রহমান। মহিলা যুবলীগের জেলা সভাপতি সানজিদা নাসরিন ডায়না, বলেন, প্রথমেই আমি ধন্যবাদ জানাইতে চাই আমার আমেরিকা প্রবাসী বোন মনোয়ারা বেগম ওরফে নূর বীবীকে। উনার সহযোগিতার মাধ্যমে আমি দোয়ারাবাজার থানায় একটা প্রিন্টার উপহার দিতে সক্ষম হয়েছি। কারন,থানা হলো জনসেবার কান্ডারী দ্রুত সেবা পাওয়ার ভরসার আশ্রয়স্হল। আমার এই রকম উদ্যোগে যেনো বিত্তবান সবাই সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা যোগায়। আমরা সমাজে যারা বিত্তবান শ্রেণীর মানুষ আছি সবাই মিলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করি তাহলে আজকের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। পূর্বেও আমি সুনামগঞ্জ সদর জেলা কারাগারে একটি টেলিভিশন প্রদান করি। আমি চাই সবসময়ই যেনো মানুষের আস্হাশীল হয়ে কাজ করে যেথে পারি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.