ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম নগরীর সাগরিকায় শিল্প পুলিশের পিকআপকে ধাক্কা দিয়ে ১৩ পুলিশ সদস্যকে আহত করা বাসচালক নাহিদুল ইসলাম স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাহিদুল ইসলাম স্বপন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মৃত হানিফের ছেলে। শনিবার (২১ মে) রাতে পাহাড়তলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিল্প পুলিশের বাসে ধাক্কা দেয়া বাসের চালক নাহিদুল ইসলাম স্বপনকে রাতে পাহাড়তলী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২২ মে) দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, শনিবার (২১ মে) সকাল পৌনে ১০টার দিকে সাগরিকায় এ কে খান গেট এলাকায় বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে। এ ঘটনায় শিল্প পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। আহত পুলিশ সদস্যরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.