সীতাকুণ্ড উপজেলা যুবলীগের বর্ধিত সভা

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার দুপুরে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।

সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মোস্তফা মানিক, মিজানুর রহমান, মুজিবুল হক, স্বপন, খুরশিদ আলম, ওয়াহিদুল আলম নান্টু, উপজেলা যুবলীগ নেতা শাহ কামাল চৌধুরী, এস এম আল নোমান, সাইফুল আক্তার, ওসমান চৌধুরী, হাজী বাবুল খান, মনজুরুল করিম জুয়েল, ইকবাল চৌধুরী, আমিসুল হক আরিফসহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

সভায় উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলন। আমাদের সবাইকে ঐকবদ্ধ থেকে সফলভাবে এ সম্মেলন শেষ করতে হবে। যুবলীগের উত্তর জেলার ইতিহাসে একটি সেরা সম্মেলন উপহার দেয়াই আমাদের লক্ষ্য।