সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর উপজেলার ওয়াজ খালীতে ভানবাসি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর সভার উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাড়ি বাড়িগিয়ে ভানবাসি মানুষজনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়। সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর, দুর্যোগ কালীন সময়ে ভানবাসীদের পাশে আছি, পাশে থাকব সব সময়।
আওয়ামীলীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে, ইনশাল্লাহু। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমরা জাতির পিতার আর্দশের অনুসারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় বন্যার্থদের পাশে আছি, থাকব ইনশাল্লাহ। সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত কয়েকদিন ধরে ভানবাসি মানুষজনের পাশে দাড়িঁয়ে তাদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন । আজ ওয়াজ খালীতে বন্যার্থ নারী পুরুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন আমাদের নেত্রীর যেকোন নির্দেশ বাস্তবায়নে প্রতিটি নেতাকর্মীরা দুর্যোগ সহ যে কোন প্রতিকূল পরিস্থিতিতে মাঠে আছি এবং মাঠে থাকার ঘোষনা দেন। তিনি এই র্দূযোগে ভানবাসি মানুষজনের পাশেদাঁড়াতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.