প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ
আবুধাবিতে রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ২

আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল খালিদিয়া এলাকার একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ২ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২০ জন। সোমবার (২৩ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি ৫৪ জনের আঘাত তেমন গুরুতর নয়। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজকে আবুধাবি পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার ফেটে ঘটেছে এই বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে রেস্তোরাঁর আশপাশের বেশ কয়েকটি দোকান ও ছয়টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, ততক্ষণ অস্থায়ীভাবে এই বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়েছে আবুধাবির প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.