
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের আদেশনামা জাল-জালিয়াতি অপরাধে আব্দুল মান্নান (৩৫)নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে সীতাকুণ্ড এসিল্যন্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । অভিযুক্ত ব্যক্তি আব্দুল মান্নান ভাটিয়ারীর ইউনিয়নের কবির আহম্মদের ছেলে। গত কাল (২২ মে)নামজারি আবেদনকৃগ একটি নথির দলিল যাচাই-বাচাই করণের চূড়ান্ত পর্যায়ে সন্দেহ হলে, সীতাকুণ্ড এসিল্যন্ড এটি চট্রগ্রাম জেলা(রাজস্ব) অফিসের তথ্য অনুসারে যাচায়ে এটা জাল হিসাবে প্রমানিত হয় । জাল আদেশনামার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্ত আব্দুল মান্নান কে সীতাকুণ্ড এসিল্যন্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম ১,০০,০০০ টাকা জরিমানা করে।
আইন ও ধারা ১০৯ ধারায় উল্লেখ যে কোন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে, কোন ব্যক্তি নিজের উপস্থিতি গোপন করে আমলযোগ্য অপরাধকরার জন্য সাবধানতা আবলম্বন করছে বা যার কোন প্রকাশ্যে জীবিকা নেই অথবা নিজের সম্পর্কে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনা এমন ব্যক্তির কাছ থেকে উক্ত আদালত ১(এক) বছরের অঅধিক সময়ের জন্য অসদাচরণের মুচলেকা নিতে পারে।[পিআরবি১৮৮ বিধি]
এই বিষয়ে সীতাকুণ্ড এসিল্যন্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম বলেন জাল আদেশনামা উপস্থাপনের দায়ে আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে আমরা এর আগেও এক ব্যক্তিকে জাল দলিল সৃজনের অপরাধে মুচলেকা নিয়েছি , তাই এবার জরিমানা করা হয়। তিনি আরো বলেন যারা সঙ্ঘবদ্ধ চক্র রয়েছে তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আইনের আওতাই আনার চেষ্টা করছি।