শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার পুলিশ অফিস হিসাব শাখার ১ম অর্ধ বার্ষিক পরিদর্শন করলেন বিপ্লব বিজয় তালুকদার, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপস্), সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট মহোদয়। সকাল ১১ টায় মাননীয় অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ অফিসে পৌঁছালে তাঁকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয় ফুলেল অভ্যর্থনা জানান। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল অতিরিক্ত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভ্যর্থনা গ্রহণ শেষে মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় পুলিশ অফিস হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ অফিস হিসাব শাখা পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখার ডিআইও -১ মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.