তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, বার বার নির্বাচিত সংসদ সদস্য, সততা ও আদর্শের মহামানব , তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড়ে বিন্নাকুলি গ্রামে জন্ম নেয়া এক ক্ষনজন্মা রাজনীতির মহাগুরু প্রয়াত আব্দুজ জহুর সাহেবের কবরে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গনমানুষের নেতা ভাঠি অঞ্চলের তাত্বিক রাজনীতিবিদ ডিজিটাল প্রজন্মের আইকন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুনামগঞ্জ জেলার ম্রেষ্ট উপজেলা চেয়ারম্যান তাহিরপুর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান তাহিরপুরের উন্নয়নের সারথি বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল। সাথে ছিলেন মরহুমের কনিষ্ট পুত্র সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ সহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, সততা ও ন্যাযের পতিক হাজার বছরের স্বপ্ন সাধনা, মুক্তি যোদ্ধের অন্যতম সংগটক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ভাঠির জনপদে জন্মনেয়া এই ক্ষনজন্মা রাজনীতিকের কবরে শ্রদ্ধা জানাতে পেরে আজ আমি ধন্য, আমার রাজনৈতিক জিবনের একজন আদর্শ ছিলেন মরহুম আব্দুজ জহুর, উনার সাথে আমার রাজনৈতিক জিবনের অনেক স্মৃতিচারন যা কখনো বলে শেষ করা যাবেনা,উনার মৃত্যু বার্ষিকীতে এসে কবরের পাশে দাড়িয়ে নিজেকে আজ বড়ই অপরাধী মনে হলো কারন ওনার কবরটুকু আজ ও অবহেলায় অযত্নে পরে আছে দেখে। আব্দুজ জহুর সাহেবরা সেদিন বঙ্গবন্ধুর ঢাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাপিয়ে না পড়লে আমরা হয়তো আজও পরাদীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হতো। জাতির শ্রেষ্ঠ সন্তান যিনি সুনামগন্জের রাজনিতীতে এক উজ্জল নক্ষত্র, সারা জীবন জনগনকে দিয়ে গেছেন বিনিময়ে কিছু নেওয়ার চিন্তা করেননি। আমি উপজেলা চেয়ারম্যান জনগনের এই প্রিয় নেতার কবরস্থান যত তাড়াতাড়ি সম্ভব উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা পূর্বক কবরটি আধুনিক দৃষ্টিনন্দন স্থাপত্য নির্মান করে মুক্তিযোদ্ধের ঐতিয্য দরে রাখার চেষ্টা করবো। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.