ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: ভয় দেখিয়ে টিনের ঘরে আটকে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের অভিযোগে মো. হান্নান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার জোড়ামতল বাজার এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৭। গ্রেপ্তার হান্নান উপজেলার ঘোড়ামারার নুর মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল। তিনি বলেন, গত ২৫ নভেম্বর ওই গার্মেন্টসকর্মীকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি টিনের ঘরে আটকে রেখে আব্দুল আলী লিংকন (৩২), মো. হান্নান (৩২) এবং মো. জাহিদ (২৫) গণধর্ষণ করে। পরে বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার পর উপজেলার জোড়ামতল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.