ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ফুলবাড়িয়ায় আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত গণিতের সহকারি শিক্ষক আজাহারুল ইসলাম মিন্টু’র স্ত্রী ও স্বজনরা একই বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মো. নুরুল ইসলাম খানসহ তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকির প্রতিবাদেইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এর নিকট তাঁর কার্যালয়ে ৩৫জন সাংবাদিকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেন উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজের পক্ষে যুগান্তর দৈনিক প্রতিনিধি রফিক আহমেদ মিঠু, সমকাল প্রতিনিধি কবির উদ্দিন সরকার হারুন, কালের কণ্ঠের প্রতিনিধি মো. আব্দুল হালিম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. নজরুল ইসলাম খান, মানব কণ্ঠের প্রতিনিধি শামীম আহমেদ নিলু, আমাদের কন্ঠের প্রতিনিধি মো. আল আমিন, বাংলাদেশ সমাচর প্রতিনিধি বছির আহমেদ প্রমূখ। উল্লেখ্য, গত শনিবার (১৪ মে) সকালে আজাহারুল ইসলামের স্ত্রী ও স্বজনরা হঠাৎ করে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক মো. নুরুল ইসলাম খানের বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দিয়ে আসেন। এ ঘটনায় গত রবিবার (১৫ মে) সাংবাদিক নুরুল ইসলাম খান ফুলবাড়িয়া থানায় একাটি সাধারণ ডায়েরি করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.