বাকর আলী চৌধুরী স্মৃতি সংসদ এর ২৫তম প্রতিষ্টাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তিঃ উত্তর চট্টগ্রাম এর হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মির্জাপুর বাকর আলী চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে অত্র সংগঠনের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেকঁ কেটে উদযাপন ও নব নির্বাচিত কার্যকরী কমিটি ২০২২-২০২৫ ইং এর শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ মে রাত ৯টায় ৩নং মির্জাপুর ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডে সংগঠন এর স্হায়ী কার্যালয়ে উক্ত প্রতিষ্টাবার্ষিকী সম্পন্ন হয়। অত্র সংগঠনের সভাপতি মোঃ হাজ্জাদ উদ্দিন চৌধুরী উজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রহিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর গাউসিয়া বাকেরিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোঃ হোসাইন, বিশেষ অতিথি আবুল কাশেম, ফজলুল করিম,মোঃ নুরুন্নবী চৌধুরী, ইফতেখার চৌধুরী, ও বদিউল আলম প্রমুখ সহ আরো অনেকেই।