রাউজান প্রতিনিধিঃ রাউজান হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির অনুষ্টিতব্য পুনর্মিলনী- আগামী ৭জানুয়ারি( শুক্রবার)২০২২ সফল করার লক্ষে সাংবাদিক সম্মেলন করেছেন প্রাক্তন ছাত্র সমিতি। ৫জানুয়ারি বুধাবার সকাল ১০টায় হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয় অনুষ্টান স্থলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন প্রাক্তন ছাত্র সমিতির সচিব ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন। উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম,কলেজ অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাসির উদ্দিন,সোলায়মান মাস্টার,ভাগ্যধন ভট্টচার্য্য,নুরুল ইসলাম বিএসসি,মোঃ ফরিদ মিয়া, কলেজ অধ্যাপক বিকিরন বড়ুয়া,মুহাম্মদ আবদুল মান্নান,প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক নুরুল আজিম,অর্থ সচিব নাছির উদ্দিন ইলিয়াছ।
জিয়াউল হক চৌধুরী সুমন সংবাদ সম্মেলনে বলেন ১৯৬৮সালে স্কুলটি প্রতিষ্টা হওয়ার পর থেকে এলাকার শিক্ষার আলো জ্বালিয়ে আসছে।তিনি বলেন আমরা প্রাক্তন ছাত্রদের আনন্দ দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের জন্য কিছু করে যেতে চাই। যা অন্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।যেটির উৎসাহ যুগিয়েছেন রাউজানের মাননীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন আপনারা জেনে আনন্দিত হবেন যে,প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে চার তালা ভিত্তির একতালা একটি একাডেমিক ভবন শুভ উদ্বোধন করবেন মাননীয় সাংসদ।জিয়াউল হক চৌধুরী সুমন আরো জানান অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি।প্রধান বক্তা থাকবেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী,,বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম.এ.মালেক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.সুলতান আহমেদ। বক্তব্য রাখবেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংবাদিক সম্মেলন শেষে বিদ্যালয় প্রাঙ্গন থেকে সকাল১১ টায় প্রাক্তন ছাত্ররা ঘোড়ার গাড়ি সজ্জিত করে র্যালী বের করেন। এটি সমগ্র রাউজান প্রদক্ষিন করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাবেত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.