সীতাকুণ্ডে অবৈধ পাহাড় কাটার দায়ে ২লক্ষ টাকা জরিমানা

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : সীতাকুণ্ড বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. আলী(৪৫) নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা। আজ( ২৬ মে) বৃহস্পতিবার সকাল ১১ টায় সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম এই জরিমানা করেন। গত( ১৭ মে) পাহাড় জাটার দায়ে লিংক রোডে দুই স্কেভেটর (ভ্যাকু) ও একটি বুলডোজার জব্দ করা হয়, পাহাড় কাটার সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিত দেখে পালিয়ে যায় এতে কাউকে গ্রেপ্তার করা যায়নি। দায়স্বীকার করে জব্দকৃত সেই স্কেভেটর ও বুলডোজার ছাড়াতে আসলে মালিক মো: আলিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়। মো. আলী চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বার্মা কলোনীর বাসিন্দা আব্দুর রহিমের পুত্র। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চত করে বলেন, পাহাড় কাটার দায়ে মো: আলি নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রায় ১৫-২০ শতক জায়গায় পাহাড় কাটার দায়ে এই জরিমানা করা হয়।