ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬, মে) দুপুরে উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান এলাকার পাটুলি ব্লকে বারী পানিকচু ১ (লতিরাজ) জাতের লতিকচু ফসলের উপর মাঠ দিবস পালন করা হয়। ময়মনসিংহের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মতিউজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পৃতিশ চন্দ্র পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হানিফা, বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মগনী, সহকারী শিক্ষক মৌলভী আবুল কালাম আজাদ, স্থানীয় সফল কৃষক সাইফুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলীগ্রাম গ্রামে একই প্রকল্পের আওতায় উন্নতমানের ধান, গম ও পাটবীজ সংরক্ষন বিতরণ এর উপর মাঠ দিবস উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.