মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা- সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড় এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নিহত হয়েছেন। নিহতের পিতার নাম আতাউর রহমান।বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টায় দিকে বিজয় নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানাযায়,নিহত রুবেলের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে বলে জানা গেছে। সড়ক দুর্ঘটনায় আহত আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু বলেন, আজ সকালে দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আহত দুইজন আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যাত্রীর বাড়ি সিলেট ফেঞ্চুগঞ্জের বাসিন্দা।এ সময় তিনি বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.