প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ
বয়সী পৃথিবীর ঘুমন্ত বিবেক

বয়সী পৃথিবীর ঘুমন্ত বিবেক
-হাফিজুর রহমান
নীতি বেচে প্রীতি কেনা প্রাপ্তি সুখের সবটুকুই
স্বার্থসিদ্ধির কিংবা উচ্চ-আকাঙ্ক্ষার হলেও
তা আর যাই হোক কখনো ভালোবাসার নয়;
নীতিভ্রষ্ট কৃতকর্মের ফলাফল শুধুই যন্ত্রণার নয়!
কোলাহলপূর্ণ ঘরে প্রসব বেদনা ছাড়াই অজান্তে
জন্ম দেয়া একেকটি অপরাধ, সময়ের চক্রে
শুধু লজ্জারই নয়, পাহাড় সমান ভারত্বেরও।
অভিভাবকহীন নয় বিবেক বিশ্লেষিত সিদ্ধান্ত!
প্রতিটি সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চই জেনে বুঝে
অপরাধ করে, তা না হলে পৃথিবী হতো শুধুই
ধ্বংসস্তুপের, উল্লাসিত হতো না সৃষ্টিশীল মানুষ।
সবসময় ন্যায় অন্যায়ের সংঘাত চলতেই পারে!
এই বয়সী পৃথিবীতে সত্যিই কি ক্লান্ত বিবেক?
ঘুমন্ত বিবেকের কারণে সব বিচারিক আদালত
আজ জমজমাট, কে কতোটা পারদর্শী দেখার
ধ্বংস হতে দেখা, কৌঁসুলির কৌশল প্রদর্শনি।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.