প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে নির্মিতব্য সচেতনতামূলক তথ্যচিত্র ‘মোটর বাইকিং’ এর শুটিং শুক্রবার (২৭ মে) সিটির সিআরবি সংলগ্ন স্টেডিয়াম এলাকায় সম্পন্ন হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (সিএমপি ট্রাফিক উত্তর) জয়নুল আবেদিন টিটোর লিখা গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশরাফুল করিম সৌরভ। সহযোগিতায় ছিলেন নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ ও অনির্বাণ করিম। সার্বিক তত্বাবধানে ছিলেন এডিসি (সিএমপি ট্রাফিক দক্ষিণ) রইস উদ্দিন আহমেদ ও সমন্বয়ক ছিলেন এডিসি (সিএমপি ট্রাফিক উত্তর) হুমায়ুন কবির। আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া ভিশনের কারিগরি সহায়তায় তথ্যচিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মায়মুনা আমিন ঐর্শী, জামাল খান জয়, সার্জেন্ট সাদ্দাম হোসেন, সার্জেন্ট সুব্রত প্রমুখ। চিত্রধারণে ছিলেন প্রান্ত শর্মা ও সৌরভ পাল, প্রডাকশন তত্বাবধানে বাপ্পি হায়দার ও আহমেদ কামাল আফতাব। প্রডাকশন টিমে ছিলেন মামুন খান রাহি, তারেক, হিমেল ও পারভেজ চৌধুরী। তথ্যচিত্রটি শিগগির দামপাড়া পুলিশ হেড কোয়াটারে জমা দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.