সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। রবিবার (২৯মে) শহরের নিউ মার্কেট স ম আলাউদ্দিন চত্ত্বরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি'র রাখেন জেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান। মানববন্ধনে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদলের হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে জেলা, সদর, পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.