মাসুদ পারভেজ ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : স্কুল পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে কুড়িগ্রাম জেলার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়। যার পূর্নরূপ চৌধুরী গওহরুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়। গত বুধবার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের গঠিত যাছাই বাছাই কমিটি এ ফলাফল প্রকাশ করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের জন্য কয়েকটি ক্যাটাগরির প্রতিযোগিতায় শীর্ষে থাকায় ওই স্কুলকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফলাফল প্রকাশ করেন। এনিয়ে জেলায় টানা তৃতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটির কাছ থেকে স্বীকৃতি পার। অফিস সুত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচনের জন্য প্রতিষ্ঠানের ফলাফল,পাশকরা শিক্ষার্থীদের সংখ্যা,প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর পরিমান,শিক্ষক ও শিক্ষার্থী অনুপাত,কর্র্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতা, ভৌত অবকাঠামো, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবসসমূহ পালন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানিও স্যানিটেশন ব্যবস্থা, গ্রন্থগার, বিজ্ঞানাগার, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া
ক্লাসরুমসহ,কম্পিউটার ল্যাবের ব্যবহার রয়েছে এসব বিষয়ের উপর মূল্যায়ন করা হয়।
রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত। স্কুলটির গুনগত শিক্ষার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে জেলার অন্যসব প্রতিষ্ঠান থেকে এগিয়ে রয়েছে।
প্রতিষ্ঠানে চালু রয়েছে স্কাউট প্রেগ্রাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, নিয়মিত লাইব্রেরী কার্যক্রম, আইসিটি লার্নিং সেন্টার, কম্পিউটার ল্যাব, বিভিন্ন দিবস পালন,উপজেলা বিজ্ঞান ক্লাব, সততা স্টোরসহ বিভিন্ন কায্যক্রম চালু রয়েছে। ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি যোগদান করার পর থেকে উপজেলায় কৃষক, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নি¤œ আয়ের বাবা-মায়ের সন্তানদের পরম মমতায় পাঠদানসহ মানবিক মানুষ গড়তে কাজ করছেন তিনি। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ বেতনভাতা মওকুফ করেন ওই প্রতিষ্ঠান। এদিকে একই স্কুলের সহকারি শিক্ষক আমিনুল বিএসসি জেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এব্যাপারে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল বিএসসি জানান, আমি জেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি আমার কর্ম দক্ষতায়। আমি সব সময় সঠিক ভাবে পাঠদান করি। আশা করি এই অবদান অবহত থাকবে। জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার অনুভূতি জানতে চাইলে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা বলেন, শ্রেষ্ঠ হওয়া বড় কথা নয়, বরং সবাই মিলে একত্রে কাজ করাটাই আসল কথা। আশা করি এই ফলাফল অবহত থাকবে। তার পরও
শিক্ষকদের পাঠদানের কৌশল এবং সর্বোপরী অভিভাবকদের সচেতনতাই আমাদের অনেক সহযোগীতা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.