প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২২, ৪:৩৬ পূর্বাহ্ণ
লালমনিরহাট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টারে যৌথ অভিযান হয়েছে। এতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা সহ কেয়ার ডায়াগোনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে রোববার (৩০ মে) বিকালে লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান-এঁর যৌথ অভিযানে লালমনিরহাট জেলা শহরের ৪টি ক্লিনিক ও ৪টি ডায়াগোনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কেয়ার ডায়াগোনস্টিক সেন্টারকে সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আকাশ ক্লিনিক এন্ড ডায়াগোনস্টিক সেন্টারকে ৫হাজার টাকা জরিমানা ও পরবর্তী ১৪দিনের মধ্যে বৈধ কাগজপত্র প্রস্তুত করার সময় বেধে দেয়া হয়, লামিয়া ক্লিনিককে ৩ হাজার, অতিথি ক্লিনিক ও ডায়াগোনস্টিককে ৫ হাজার এবং বগুড়া ক্লিনিককে ৫হাজারসহ মোট ৩৫হাজার টাকা জরিমান করা হয়।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, আজকে আমরা ৪টি ক্লিনিক ও ৪টি ডায়াগোনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছি এবং একটি ডায়াগোনস্টিক সেন্টার তাদের নিবন্ধন দেখাতে না পারায় সিলগালা করে দিয়েছি।যারা অনলাইনে আবেদন করেছেন এখনও আপডেট হয়নি সে সব প্রতিষ্ঠানকে ১৫দিন সময় দিয়েছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান বলেন, লালমনিরহাট জেলায় যে সকল ক্লিনিক ও ডায়াগোনস্টিক সেন্টার নিবন্ধন বহির্ভূত প্রাকটিস ও কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস পুলিশের সহযোগিতায় আমরা বেআইনি সকল কার্যক্রম বন্ধ করবো
তিনি আরও বলেন, এই অভিযান লালমনিরহাট জেলার সকল উপজেলায় চলমান থাকবে। জেলায় একটি সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থায় ফিরে আনার চেস্টা করছি। জেলায় কোন অনিবন্ধিত ক্লিনিক, ডায়াগোনস্টিক সেন্টার থাকবে না সকলেই নিবন্ধনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.